বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কক্সবাজার জেলা যুবলীগের কর্মসূচী

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-১৬ ০২:০৭:০২  

প্রেস বিজ্ঞপ্তি :

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষ্যে কক্সবাজার জেলা যুবলীগ দিনব্যাপী কর্মসূচী পালন করবে। কর্মসূচীতে রয়েছে সকাল ৬.৩০ মিনিটে- জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯.০০টায় জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১০ টায়- দোয়া ও কোরান খতম ও দোআ মাহফিল। সকাল ১০.৩০ মিনিট- জন্মশতবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান। সকাল ১১ টা’য় শহীদ দৌলত ময়দানে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাবছর ব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন। কক্সবাজার জেলা যুবলীগ এর আওতাধীন সকল উপজেলা/ পৌর/ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগকে উক্ত কর্মসূচীর অংশ হিসাবে ১০০টি করে বৃক্ষরোপণ করার জন্য নির্দেশনা প্রদান করা হইল। সন্ধ্যা ৬.০০টায়- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র আয়োজনে একযোগে সকল গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান নিজ নিজ ঘরে বসে উপভোগ করা। রাত ৮.০০ টায় জাতির জনকের জন্মক্ষণে শহীদ দৌলত ময়দানে আতশবাজি উৎসব।

উপরোক্ত কর্মসূচীতে কক্সবাজার জেলা যুবলীগের সর্বস্তরের নেতা/কর্মীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা