বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

করোনা: অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত বুয়েট শিক্ষার্থীদের

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-১৪ ১৩:০৩:২৩  

ডেস্ক নিউজঃ

করোনা ভাইরাসের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

করোনা ভাইরাসের আশু সংক্রমণ থেকে নিজেদের সেফ রাখতে বুয়েটের সব ডিপার্টমেন্টের ক্লাস রিপ্রেজেনটেটিভরা রাত সাড়ে ৮ টার দিকে মিটিং করে। সেখানে তারা এ সিদ্ধান্ত নেয়।

বুয়েট শিক্ষার্থী ইমাম উদ্দিন সুবহা বলেন, আমরা সবাই আলোচনা করেছি ক্লাসে যাব না, ইতিমধ্যে অনেকেই বাড়িতে চলে গেছে এবং আমরা আছি তারা আজকে স্যারের সাথে কথা বলব। তবে আমরা ক্লাস করছি না।

তিনি আরও বলেন, “আমরা নিজেদের সেফটির কথা চিন্তা করে আমরা নিজেরাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ বুয়েট প্রশাসন এখন পর্যন্ত কার্যত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি।”

আবাসিক হলগুলোও DSW (মিজানুর রহমান) স্যারের মাধ্যমে বন্ধ করার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যায়।

সূত্রঃ স্টুডেন্ট জার্নাল


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা