বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার শহরে ডাস্টবিন ও বাদ্যযন্ত্র বিতরণ উদ্বোধন করলেন ডিসি কামাল হোসেন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-১২ ১৫:৫০:১৯  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরে ডাকনাযুক্ত ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন রাখতে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাতে ডাকনাযুক্ত একটি ডাস্টবিন তুলে দিয়ে এ বিতরণ কাজের উদ্বোধন করেন।

১২ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিডিএলজি (উপ-সচিব) শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহানা আক্তার পাখি, কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার, আকতার হোসেন আজাদ, রাজবিহারী দাশ, সালাহউদ্দিন সেতু, নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিন একইস্থানে সংস্কৃতিমনা জাতি গড়ে তোলার লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদসমূহে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্রঃ কক্সবাজার নিউজ


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা