বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মোদির আগমনে মহেশখালীতে জনতার ভিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-০৭ ০০:১০:২৯  

এম এ রহমান ছিদ্দিকী, মহেশখালীঃ

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনে মহেশখালীতে জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত।এতে অংশ নেয় ধর্ম প্রান মুসলিম তৌহীদি জনতা।

বিশ্ব সন্ত্রাসী, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, খুনি ও কসাই মোদি কে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আমন্ত্রণ ও তার সফর বাতিলের দাবীতে সর্বদলীয় তৌহিদী জনতার আয়োজনে মহেশখালিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ৬ মার্চ মহেশখালী পৌরসভার গোরকঘাটাস্ত চৌ-রাস্তার মোড়ে জামেয়া গোরকঘাটার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে,জামেয়ার শিক্ষক, কওমি মাদরাসা শিক্ষক সমিতি মহেশখালীর আহ্বায়ক মাওলানা মোহাম্মদ হেলালের পরিচালনায়, হাফেজ মাওলানা মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ঐক্যজোট ও কওমি মাদরাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি জে এইচ এম ইউনুস, বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মহেশখালী উপজেলা সাধারন সম্পাদক মাওলানা জামালুল আনোয়ার, গোরকঘাটা মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম জদীদ, বড় মহেশখালী মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারন সম্পাদক বেলাল হোসাইন,ছোট মহেশখালী খাদিজাতুল কোবরা (রঃ)মাদরাসার পরিচালক মাওলানা রাহমত উল্লাহ, গোরকঘাটা বনিক সমিতির সাবেক সভাপতি মাওলানা আবু ছালেহ ও ইসলামি আন্দোলন মহেশখালী দক্ষিণ সভাপতি মাওলানা সাদেক মোস্তফা জসিম উদ্দীন প্রমুখ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা