বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৭-০৬ ১৬:৫৯:১৬  

ডেস্ক রিপোর্টঃ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাণিজ্য একটি গণতান্ত্রিক সমাজের মূল অংশ। আইনজীবী এবং বিচারকদের দেশের বাণিজ্যিক আইন ও সর্বশেষ উন্নয়নের সঙ্গে ভালভাবে পরিচিত হওয়া উচিত।

শনিবার সুপ্রিম কোর্ট জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে ‘কমার্শিয়াল লিগ্যাল প্র্যাকটিস অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বাণিজ্য একটি গণতান্ত্রিক সমাজের মূল অংশ। তবে বাংলাদেশে বাণিজ্যিক লেনদেন অনেক কারণে উৎসাহ দেয়া হয় না। আমি মনে করি, আইনজীবী এবং বিচারকদের দেশের বাণিজ্যিক আইন ও সর্বশেষ উন্নয়নের সঙ্গে ভালভাবে পরিচিত হওয়া উচিত।

তিনি বলেন, বাণিজ্যিক বিরোধগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমগুলির বিবেচনায় দীর্ঘদিন ধরে সালিসি বিষয়ে আইনের আধুনিকীকরণ এবং আপডেট করার জন্য সর্বদা চাহিদা ছিল। সে কারণেই বাংলাদেশ পুরনো সালিসি আইন, ১৯৪০ বাতিল করে নতুন সালিসি আইন প্রণয়ন করা হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা