আলী লেইন বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

চট্টগ্রাম নগরীর মুরাদপুর মির্জার পুলস্থ হাজী নওশের আলী লেইন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় ‘শাহ আলম-আফরোজা ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় এ খাবার বিতরণের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহ আলম-আফরোজা ফাউন্ডেশনের পরিচালক খায়রুল আলম ইমন।

এছাড়া সার্বিক সহযোগিতা করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জিয়াউল হক মুন্না, কমার্স কলেজ ছাত্রলীগের রবিউল হাসান রবিন, ফারহান মোস্তফা, এন আই টি ছাত্রলীগের সভাপতি খালিদ হোসাইন অন্তর, আছিবুর রহমান সায়েম, মিথাস বড়ুয়া চয়ন, নজরুল ইসলাম রাজু, কমার্স কলেজ ছাত্রলীগের মোনতাছির চৌধুরী মাহিয়ান, বোরহান উদ্দিন সাকিব প্রমুখ।