বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শীতার্ত মানুষের পাশে মহেশখালির ইউএনও জামিরুল

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১২-২৩ ১৮:৪৩:৩৯  

এম এ রহমান ছিদ্দিকী,মহেশখালিঃ

পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিনস্থ মুদিরছড়া ও আদর্শ গ্রাম এলাকার দরিদ্র  অসহায় বৃদ্ধ শীতার্থ মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম।


গভীর রাতে তিনি শীতবস্ত্র নিয়ে শীতার্থ মানুষের কাছে ছুটে যান। প্রতিনিয়ত বিভিন্ন এলাকার শীতার্ত অসহায় মানুষের খবরাখবর রাখছেন।শীত বস্ত্র বিতরণের সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) সুই চিং মং মারমা, মহেশখালি ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ছৈয়দ মোহাম্মদ মীর কাশেম।
এ সময় অন্তত ৩০০ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
ছোট মহেশখালী ইউনিয়নের জেলে পল্লী ও  মুদিরছড়ার গ্রামে কন কন শীতে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র বৃদ্ধ মহিলাদের ঘরে ঘরে দরজায় গিয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। পরে ছোট মহেশখালি ইউনিয়নের লম্বাঘোনাস্থ আদর্শ গ্রামের বৃদ্ধ দরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইউএনও মোহাম্মদ জামিরুল ইসলাম বর্তমানে চলমান প্রচন্ড শীতে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়াতে এলাকার বিত্তবান, দানশীল, প্রবাসী,ও জনদরদী ব্যক্তিবর্গকে অসহায় শীতার্ত  মানুষের পাশে দাড়ানোর আহ্বান করলেন।

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা