বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পঞ্চমবারের মতো উপদেষ্টা পরিষদে বরেণ্য শিক্ষাবিদ ড. অনুপম সেন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১২-২২ ১৮:০২:০৫  


দেশ-বিদেশের খ্যাতনামা প্রগতিশীল সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও একুশে পদকজয়ী লেখক অধ্যাপক অনুপম সেন পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।


২০০২ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ১৭ তম জাতীয় সম্মেলনে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন অধ্যাপক অনুপম সেন। সর্বশেষ গতকাল শনিবার (২১ ডিসেম্বর) উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠনটির ২১ তম জাতীয় সম্মেলনের ২য় দিনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হিসাবে পঞ্চমবারের মতো অধ্যাপক অনুপম সেনের নাম ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলটির উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা।

১৯৪০ সালে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে জন্মগ্রহন করা এই গুনি ব্যক্তির গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে। ১৯৬৫ সাল থেকে সেই যে শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়েছেন আজো তা বহাল রেখেছেন এই ৭৫ বছর বয়সে এসেও। দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নিয়ে বর্তমানে চট্টগ্রামের প্রয়াত জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

দেশ-বিদেশে রয়েছে তার অসংখ্য ছাত্রছাত্রী যারা সমাজে এখন নানাভাবেই সুপ্রতিষ্ঠিত। একুশে পদকসহ নানা পদক ও সম্মাননা পেলেও অত্যন্ত অমায়িক, নির্বিরোধী মানুষ তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী প্রফেসর ড. অনুপম সেন সবসময় ছিলেন সাধারণ মানুষের পক্ষে। রাষ্ট্র-সমাজ যেখানেই যে কোনো অন্যায়-অবিচার দেখলেই তার প্রতিবাদে রাজপথে নেমে আসেন সাধারণ জনগণের সঙ্গে।

এদিকে আওয়ামী লীগের ২১তম সম্মেলন শেষে ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, মসিউর রহমান, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, মহিউদ্দীন খান আলমগীর, ব্যরিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক এমপি,  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক মো. হোসেন মনসুর, অধ্যাপক সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মো. জমির, গোলাম মওলা নকশাবন্দি, মির্জা এমএ জলিল, প্রণব কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক সাইদুর রহমান খান, গওহর রিজভী, খন্দকার বজললু হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান, অ্যাডভোকেট বাসেত মজুমদার, মোজাফ্ফর হোসেন পল্টু, মুকুল বোস, সালমান এফ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান, জয়নাল হাজারী।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা