বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবারো বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর হামলা;প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১২-০৪ ১৫:১৩:২৩  

চট্টগ্রাম প্রতিনিধিঃ


প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

প্রতিদিনের ন্যয় বিগত ২৬ই নভেম্বর চট্টগ্রাম  প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় অর্ধ বর্ষের শিক্ষার্থী মোশারফ হোসেন তার ক্লাস শেষ করে ফিরছিলেন কিন্তু চট্টগ্রাম  টেরীবাজারের সামনে গুটি কয়েক অজ্ঞাত সন্ত্রাসী কোন পূর্ব শত্রুতার জের ছাড়ায় তাকে অপহরণের উদ্দেশ্যে

সিএনজিতে তুলে নিতে চেষ্টা করে এবং তার হাতের মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়৷

তাৎক্ষণিক ভাবে ঘটনাটি জানাজানি হলে টেরী বাজার ব্যবসায়ী মালিক সমিতির সহায়তায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কোতোয়ালি থানার ওসি জনাব মহসিন।

মেধাবী শিক্ষার্থী মোশারফ এর উপরে এই হামলার প্রতিবাদে আজ দুপুর ২ ঘটিকায় আন্দরকিল্লা কে সি দে রোডস্থ বিশ্ববিদ্যালয় সম্মুখে একটি মানববন্ধনের আয়োজন  করে  প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন,

‘আমরা নিরাপত্তা সহিত ক্যাম্পাসে যাতায়াত করতে চাই। আমরা এখন খুবই আশংকাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছি।উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা নাহ হলে বুয়েটের শিক্ষার্থী আবরারের মত আজ মোশারফ   কাল অন্য কারো সাথে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্ম দিতে পারে এই সন্ত্রাসীরা ।’

সাজ্জাদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নিশাত চৌধুরী, আজম আলী চৌধুরী জুয়েল, শান্তুনু দে, নোমান বিন খুরশীদ, তাসিমুল হক, নাজমুল আনোয়ার রাব্বী, আবু মুহায়মিন চৌধুরী, মহিউদ্দিন রাজু, ইমতিয়াজ বোরহান, মহিউদ্দিন রাজু, রনি দাশ, রবিন, আরিফুর রহমান জেরি, জুনাইদুর রহমান, মুনতাকিম হোছাইন, অরণ আচার্য্য, আকাশ, শাকিল, রিফাত, পিয়াস, ইমরান,নুসরাত জোহরা এরিন এবং সুজলা অন্তরা সহ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা