বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাত পার হলেই আত্মসমর্পন;প্রস্তুত হেলিপ্যাড

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১১-২২ ১৫:২২:১০  

আব্দুর রহমান,মহেশখালীঃ 

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে তৈরি হয়েছে হেলিপ্যাড,কাল সকালে পৌঁছাবেন কালারমারছড়া।

কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানাগেছে -আগামী কাল সকাল ১১টায় কালারমার ছড়া বাজার মাঠে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে আত্মসমর্পণ অনুষ্ঠান।


এর আগেই আকাশ পথে কালারমার ছড়া এসে পৌঁছাবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানসহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। সরকারি হেলিকপ্টারে করে তারা ঢাকা থেকে মহেশখালী এসে পৌঁছনোর কথা রয়েছে। হেলিকপ্টার ল্যান্ড করবে কালারমার ছড়ার এসপিএম প্রকল্প এলাকায়। ওখান থেকে গাড়িযোগে অনুষ্ঠান এলাকায় যাবেন অতিথিগণ।
এ লক্ষে কালারমারছড়ার সোনারপাড়ার এ প্রকল্প এলাকায় তৈরি করা হয়েছে হেলিপ্যাড। গতকালই হেলিপ্যাড প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। আজ প্রস্তুত ওই প্যাড পরিদর্শন করেন একটি বিশেষ দল।
বিশেষগন হেলিপ্যাডের সার্বিক বিষয় দেখাসহ প্যাডটি সাদা রং দিয়ে মার্ক করবেন। তাছাড়া স্থাপন করা হিলিপ্যাডের পাশেই উঁচু পাহাড়ে টানানো হবে লাল পতাকা।
এদিকে আজ সকালেই ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের একটি অগ্রবর্তি দল হেলিকপ্টার যোগে কক্সবাজার এসে পৌঁছেগেছেন বলে জানাগেছে। ১০ সদস্যের এ দলটি আজ বিকেল নাগাদ কালারমার ছড়া পরিদর্শনের কথা রয়েছে।

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা