বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অসাধু লবন ব্যবসায়ীদের বিরুদ্ধে ছাত্রলীগ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১১-২০ ১৬:০১:০৫  

তাফহিমুল ইসলাম তাহিমঃ


চট্টগ্রামে অসাধু লবন ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়ালো বাকলিয়া থানা ছাত্রলীগ।


দেশ জুড়েই চলছে পেয়াজের কড়া ঝাজ।এরমধ্য হঠাৎ করেই গুজব এলো লবনের দাম বৃদ্ধির।সাধারন জণগন লবন কেনার দিকে ঝুঁকে পড়লো।সেই গুজবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সাধারন জনগন হতে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে।তাই গুজবকে প্রতিহত করতে পদক্ষেপ নিলো বাকলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

নগরের বাকলিয়া থানার বঊ বাজার হতে কালামিয়াবাজারের প্রতিটা দোকানে দোকানে টহল দেন থানা ছাত্রলীগ নেতা কর্মীরা।

কোন ব্যবসায়ী যাতে সাধারণ জণগন থেকে লবনের অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সে বেপারে কড়া হুসিয়ারী দিয়েছে ছাত্রলীগ।তাছাড়াও জনমনে লবনের দাম বৃদ্ধির গুজবকেও প্রতিহত করতে চেষ্টা করেছে তারা। এছাড়াও বেশকিছু দোকানীকে কড়া হুশিয়ারী দেন ছাত্রলীগের এসকল নেতাকর্মী।
বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ ফজলুল হক রিশাদের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা আসাদ চৌধুরী , মোঃ হৃদয়, তাফহিমুল ইসলাম তাহিম, আকবর খান, জয়নাল আবেদীন মামুন প্রমুখ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা