

এম. এ. রহমান ছিদ্দিকীঃ
শাপলাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে-১৬,মেম্বার পদে ৫৭,মহিলা মেম্বার পদে ১৪ প্রার্থীর মনোনয়ন ফরম জমা।
মহেশখালী উপজেলার ৪নং শাপলাপুর ইউনিয়নের আসন্ন ১২ ডিসেম্বর অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে প্রতিদন্ধিতা করতে চেয়ারম্যান পদে ১৬ জন, মেম্বার পদে ৫৭ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১ জন প্রতিবন্ধী সহ ১৪ জনের মনোনয়ন পত্র জমাদান। ১৪ নভেম্বর শেষ দিন হিসাবে এই ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস আর অধিক আগ্রহ প্রত্যাশা নিয়ে মহেশখালী উপজেলা পরিষদে ভিড় জমায়।
নিজ নিজ পছন্দের প্রার্থীদের নিয়ে প্রস্তাবকারী, সমর্থনকারী ও শুভানুধ্বায়ীদের মুরব্বিদের নিয়ে প্রার্থীরা একের পর এক তপশীল ঘোষিত সময়ের মধ্যে উপজেলা উপজেলা নির্বাচন অফিসার জুলকার নাঈম এর হাতে মনোনয়ন পত্র হস্তান্তর করেন। উপজেলা নির্বাচন অফিসারের তথ্য মতে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন জামির ছড়ির মোঃ দিদারুল ইসলাম, লইল্যারছড়ার মনির আহমদ, মুকবেকীর নুরুল হক, সাতঘর পাড়ার আব্দুল গফুর, ষাইমারার নুরুলহুদা, মুকবেকীর গিয়াস উদ্দীন সিকদার, লইল্যারছড়ার আব্দুল খালেক চৌধুরী, কিয়া বন্যাপাড়া দিনেশপুরের ওসমান ছরওয়ার, সাচিরাম পাড়ার মোঃ সাঈদুল ইসলাম চৌধুরী, লইল্যারছড়ার মোঃ রফিকুল ইসলাম, মুকবেকীর একে এম ইলিয়াছ, জামিরছড়ির বদর উদ্দীন, জামির ছড়ির মোঃ আলম, জামির ছড়ির মোঃ শাহজাহান ফারুকী, পশ্চিম পাড়ার ছালাহ উদ্দীন হেলালী, সোহেল রানা। মহিলা আসন (১,২,৩) ওয়ার্ডের ১নং ব্লকে মিঠাছড়ির জুবাইদা খানম, নুর বানু, জেএমঘাটের দিলরুবা দিলু, ষাইটমারার আমেনা বেগম, শাকের মোঃ কাটার আমেনা বেগম, (৪,৫,৬) নং ওয়ার্ডের ২নং ব্লকের মনিপুর এলাকার মনোয়ারা বেগম, জাহিদাঘোনার মনোয়ারা সোলতানা মিনা, পশ্চিম পাড়ার আনোয়ারা সোলতানা, সচিরাম পাড়ার শাহেদা বেগম, (৭,৮,৯)ওয়ার্ডে ৩নং ব্লকে কায়দাবাদ গ্রামের আজেরা বেগম, ছাদেকেরকাটা গ্রামের পাখারাজা বেগম, মুখবেকীর হাসিনা আক্তার, আয়েশা ছিদ্দিকা সাথি, ছাদেকের কাটার সুফিয়া খাতুন (প্রতিবন্ধী)। সাধারন মেম্বার পদে ১নং ওয়ার্ডে শাহা আলম, মোঃ আবু বক্কর, মোনতাসির মামুন, ইসমাইল হোসাইন, মোঃ কবির, দিল মোহাম্মদ, ২নং ওয়ার্ডে মোঃ আব্দু সালামা, মোঃ ইলিয়াছ, মোঃ সরওয়ার আলম, গোলাম কাদের, সেকান্দর মিয়া, মোঃ রিদুয়ান কাদের, আবুল কালাম, ৩নং ওয়ার্ডে সলিম উল্লাহ, ওসমান গণি, মোঃ রশিদ, শাহাব উদ্দীন, আনোয়ার হোছাইন, বদিউল আলম, ৪নং ওয়ার্ডে মোঃ সরকওয়ার কামাল, ফরিদুল আলম, মোঃ রশিদ মিয়া, মোঃ খলিল, মোঃ হোছাইন, শাহা আলম, ৫নং ওয়ার্ডে মোক্তার আহমদ, আব্দুল কাদের কাজল, সুমন শীল, মোঃ নুরুল আলম, জাকের হোসেন, মোঃ হোছন, মোঃ শফিউল আলম, জাফর আলম, নুরুল কাদের, ৬নং ওয়ার্ডে আব্দুল কাদের, নেজাম উদ্দীন, বজল আহমদ, জসিম উদ্দীন, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল হক, ৭নং ওয়ার্ডে মোঃ আমান উল্লাহ, মোঃ হোছন, রশিদ আহমদ, মোঃ রমিজ আলম, আনোয়ার পাশা, ফরিদুল আলম, আব্দুল করিম, ০৮নং ওয়ার্ডে আলী আকবর, আনু মিয়া, নুরুল বকসু, মোঃ নুরুল আমিন, শফিউল আলম, জালাল আহমদ, ০৯নং ওয়ার্ডে আমির হামজা, নুরুল আমিন, নাজির হোসেন, জাহাঙ্গীর আলম। আগামী ১৭ নভেম্বর প্রার্থীদের সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসার ও শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মোঃ জুলকার নাঈম এর কার্যালয়ে মনোনয়ন পত্র বাচাই করা হবে। ২৪ নভেম্বর রবিবার প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ, ১২ ডিসেম্বর বৃহঃস্পতিবার ভোট গ্রহন।