হ্নীলা ১নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি আগামী ১বছরের জন্য অনুমোদিত

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার কমিটি আগামী ১বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রফিক এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবু মুসা আলো কে সভাপতি এবং রুহুল আমিন কে সাধারণ সম্পাদক ও আলা উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ১নং ওয়ার্ড কমিটি আগামী ১বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

উক্ত হ্নীলা ইউনিয়ন অন্তর্গত ১নং ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার ফলে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া হ্নীলা ইউনিয়ন শাখা ছাত্রলীগে সোলতান আজমকে সহ-সভাপতি, রমজান আলীকে যুগ্মসাধারণ সম্পাদক, আরিফ উল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মো. হারেসকে সহ-সম্পাদক, তাহেরুল ইসলাম জিহানকে সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।