বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জেলহত্যা দিবস স্বরণে আলোচনা সভা ও সেমিনার আয়োজন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১১-০৫ ১৬:৫৭:২৮  

আনোয়ার হোসেনঃ


চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের উদ্যোগে জেলহত্যা দিবস স্বরণে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করা হয়েছে।৯


সোমবার(৪ নভেম্বর)সন্ধ্যা ৬টার সময় আইন কলেজে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন আইন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জনাব শেখ-সাদী । সঞ্চালনা করেন আইন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম।

উক্ত সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রহমত উল্যাহ রিফাত।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রসংসদ এর ছাত্রদের মনোনিত সংগ্রামী জি.এস জনাব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজের ছাত্রলীগের নেত্রী সনজয়ীতা দত্ত পিংকী।

উক্ত সভায় বক্তৃতা রাখেন ছাত্রলীগ নেতা কামরুল আলম মিন্টু,মোঃ ফখরুদ্দিন, হুমায়ুন কবির রাসেল, রাজীব হোসেন রাজু, হাসিবুল ইসলাম রিপন , জয় , হাবীব , সালমা আক্তার ,শাহিদা আক্তার , তুহিন,, নাজমা , ফারহানা ,অলোক ,রাজিব ,শামীম ,অভি ,মিথুন,মোহাম্মদ রুব ,আবদুর রহমান ,সাজ্জাত সাইমন প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমেদ,এম মনসুর আলী ,এইচএম কামরুজ্জামান ।তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।জাতীর চার নেতার জীবন কাহিনী তুলে ধরেন ।জাতীয় চার নেতা হত্যার স্বরনে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং শ্রদ্বাভরে স্বরন করেন ।জেল হত্যা জাতির জন্য একটি কলংকের দিন।ভবিষ্যতে এ সকল কলংক এড়াতে বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ সদা প্রস্তুত ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা