বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ছিনতাই এর নেপথ্যে ছাত্রলীগ নেতা, মারধরের অভিযোগ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১০-২৩ ১৫:৫৪:০৪  

নিজস্ব প্রতিবেদকঃ


চকরিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ


চকরিয়া উপজেলা ছাত্রলীগের বির্তকিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের বিরুদ্ধে একটি ঔষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসারকে মারধর, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে।

ছিনতাইয়ের শিকার যুবকের নাম শাহরিয়ার হাসান সুজন। তিনি কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার সামশুল আলমের পুত্র ও সুজন কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। এঘটনা চকরিয়া থানায় লিখিত এজাহার জমা দিয়েছে সুজন।

লিখিত এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শুক্রতার জের ধরে পরিকল্পিতভাবে শাহরিয়ার হোসেন সুজনকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে। পরে সরকারী হাসপাতালের প্রথম গেইট থেকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নেতৃত্বে ৪-৫জন ছাত্রলীগের কর্মী তাকে টেনে-হেছড়ে অন্ধকারের নিয়ে যায়। এসময় মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইয়ের শিকার শাহরিয়ার হাসান সুজন অভিযোগ করেন, ‘সোমবার রাত সাড়ে আটটার দিকে অফিসের কাজে চকরিয়া সরকারী হাসপাতালে যায়। কাজ শেষে ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিতের নেতৃত্বে কয়েকজন বখাটে আমাকে টেনে-হেছড়ে নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই মারধর শুরু করে। পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মোবাইলটি আকিতের বড় বোন ফেরত দিলেও টাকাগুলো ফেরত দেয়নি।’

সুজন আরও বলেন, ‘ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন সময় আমাকে আবারও মারধর করবে, অপহরণ করে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে আসছে। এই বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে মেঠোফোনে অভিযোগ করেছি। তাঁরা আমাকে থানায় লিখিতভাবে অভিযোগ দিয়ে আইনের আশ্রয় নিতে বলেছে।’

এবিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব বলেন, ‘ আসলে আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে যড়ষন্ত্র চলছে। এটিও যড়ষন্ত্রের অংশ। ওইদিন আমি সারাদিন বাড়ি ছিলাম। ছিনতাইয়ের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। আমাকে ফাঁসানোর চেষ্ঠা চলছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এঘটনায় সুজন নামের এক যুবক থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা