নির্ধারিত সময়েই হচ্ছে বিপিএল, যেমন থাকছে ফরম্যাট

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

ডেস্ক নিউজঃ

আসন্ন বিপিএল নিয়ে হচ্ছে নানা বিতর্ক। বঙ্গবন্ধু বিপিএল নামে নিজেদের তত্বাবধানে আসন্ন আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে কাজের অগ্রগতি ধীর হওয়ায় নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বোর্ড কর্তারা। তবে আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন ঠিক সময়েই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

বিপিএল নিয়ে কাজ শুরু হয়ে গেছে উল্লেখ করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হ্যা, নিশ্চয়ই। আগেই যেমন বলেছিলাম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, এখনও সেটাই আছে। এজন্য কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ শুরু হয়ে গেছে। ‘

জালাল ইউনুস
ছবিঃ বিসিবি

বিপিএলের পার্টনার স্পন্সর নিয়েও শীঘ্রই বসবে বোর্ড। আজ (৭ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘আমাদের সিইও সাহেব আছেন, উনি দেখছেন। বিপিএল করতে যে হোমওয়ার্ক করা দরকার সেগুলো করা শুরু হয়ে গেছে, পেপার ওয়ার্ক ও শুরু হয়েছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে শীঘ্রই আমদের যে পার্টনার বা স্পন্সর নেবার কথা তাঁদের সঙ্গে বসবো।’

কেমন হচ্ছে বিপিএলের এই বিশেষ আসরের ফরম্যাট যেখানে বোর্ড নিজে দায়িত্ব নিয়ে আয়োজন করতে যাচ্ছে? এছাড়া বিদেশী যেসব খেলোয়াড়ের সাথে চুক্তি করেছি ফ্র্যাঞ্চাইজিরা তাদের ব্যাপারেই বা কি সিদ্ধান্ত নিল বোর্ড? সাংবাদিকদের করা প্রশ্নে জালাল ইউনুস জানান, ‘ফরম্যাট আগে যেমন ছিলো অলমোস্ট একই থাকবে। চারজন বিদেশী খেলোয়াড় যেটা আগে ছিলো, চার জনই থাকছে। ফ্র্যাঞ্চাইজি আগে কোন প্লেয়ারের সঙ্গে যদি চুক্তি করে থাকে। আর তাঁরা যদি ফ্রি থাকে -তাহলে আমরা তাঁদেরকে অফার করতে পারি যে তাঁরা পার্টিসিপেট করবে কিনা।’

বিপিএলের আসন্ন আসরের নির্ধারিত সূচীর বাকী নেই বেশিদিন। অথচ বিপিএল গভর্নিং কমিটির দেখা যাচ্ছেনা কোন কার্যক্রম। কমিটির সদস্যদেরও বিসিবিতে আসা যাওয়া দেখছেনা গণমাধ্যম কর্মীরা। কারণ কি জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি এটা বলতে পারছি না। এটা আমার জানার কথাও নয়। হয়তো তাঁরা কোন ব্যক্তিগত কাজে বাইরে আছেন। তবে কাজ কিন্তু থেমে নেই। কাজ চলছে, আমাদের ম্যানেজাররা কাজ করছে।

© Cricket97

রিপোটারঃ নাজমুল হাসান তারেক