বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

৪০ মিনিটে ঢাকায় ৩ বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২৩-১১-১২ ০২:৪৩:৫৩  

বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিটে মতিঝিল থানাধীন নটর ডেম কলেজের সামনে এবং ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুনের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে তিনটি স্থানেই ফায়ার সার্ভিসের দুটি করে মোট ছয়টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে সারা দেশে ১৩৩টি যানবাহনসহ বিভিন্ন সরঞ্জামে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানীতে ৬৭ গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা