ডেঙ্গু সচেতনতায় কক্সবাজার শহর ছাত্রলীগ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

বার্তা পরিবেশকঃ

ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির হোষ্টলে  সচেতনতামূলক লিফলেট ও মশা প্রতিরোধক কয়েল বিতরণ করেছে কক্সবাজার শহর ছাত্রলীগ। এ সময় এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শও দেয়া হয়েছে।

কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক এই সময় বাংলাদেশ পেপারকে বলেন, ডেঙ্গু এখন সারা দেশে ব্যাপক আকার ধারণ করেছে কক্সবাজারেও এ রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। ডেঙ্গু থেকে সাধারণ মানুষসহ সকলকে সচেতন করার লক্ষ্যে হোষ্টলে থাকা কোমলমতি  শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও কয়েল বিতরণ করা হয়েছে।  

তিনি জানান, আগামীতে স্কুলের  পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। সবাই যদি সচেতন থাকে, তাহলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সবাইকে সর্তক থেকে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগ নেতা শাকিল, রিফাত, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক শিমুল, ২নং ওর্য়াড ছাত্রলীগের রবিউল, তানিম,৫ নং ওয়ার্ড ছাত্রলীগের শাহেদ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যায়ের সাধারণ সম্পাদক প্রতীক রহমান, সহ-সভাপতি মোহাম্মদ সুমি, বায়তু শরীফ স্কুলের আফিফ সহ আরো অনেকেই।