

বার্তা পরিবেশকঃ
শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। ১লা আগস্ট রাত ১২ টা ১ মিনিটে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী ও শপথ বাক্য পাঠ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্লোগানে স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিনের নেতৃত্বে এক ঝাঁক নেতাকর্মী কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন।
এসময় জাতির পিতা হারানোর শোককে শক্তিতে রুপান্তর করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মূলমন্ত্রে শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ নেতা মইন উদ্দীন।
শপথে নেতাকর্মীরা কন্ঠ মিলিয়ে বলেন, ” বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসাথে কাজ করবো। জাতির পিতার যে আদর্শ সেটি ধরে রেখে আগস্টের শোককে শক্তিতে রুপান্তর করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকলে একসাথে কাজ করবো।”
সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিরোধ করে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনার প্রত্যয়ে মাঠে থাকার শপথ নেয় দেশের প্রাচীনতম ছাত্র সংগঠনটির কক্সবাজার জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এসময় কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, ইমরানুল হক রিদোয়ান, আনাছ মাহমুদ, সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, মাসুদ রানা, অনিক খান, সাজেদুল করিম, কক্সবাজার শহর ছাত্রলীগ নেতা তানভীর মোহাম্মদ, বাহরাইন, নাইমুল হুদা শিশির, হিমেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।