বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ধুমধামে প্রতিবন্ধী যুগলের বিয়ে

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২৩-০৭-২৫ ১৮:৩২:৪৫  

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

মহাধুমধাম আয়োজনে বিয়ে। বর ও কনেপক্ষের মধ্যে এ নিয়ে ক’দিন ধরেই প্রস্তুতি ছিল। বর ও কনে দুজনই বুদ্ধি প্রতিবন্ধী। তবে তাদের এ আয়োজন করেছেন গ্রামের কয়েকজন হৃদয়বান মানুষ।

বলছিলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের রুহুল আমিনের ছেলে আলাউদ্দিন হোসেন ও মুসলেম  উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তারের বিয়ের গল্প।

সোমবার বেশ ঘটা করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এতে ৫০ হাজার টাকা দেনমোহরে ধার্য করা হয়।

জানা যায়, আলাউদ্দিন জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী, চোখেও সমস্যা। চার ভাই বোনের মধ্যে সে সবার বড়। অপরদিকে তিন বোনের মধ্যে মৌসুমী দ্বিতীয় ছিল। সেও দেখতে বুদ্ধি প্রতিবন্ধী।

ঘটক ফকির জাহাঙ্গীর বলেন, আলাউদ্দিন যখন বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিল না বা কেউ তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাচ্ছিল না। এমতাবস্থায় মৌসুমী নামে একটি বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রয়েছে জানতে পেরে আমরা যোগাযোগ করি। পরে উভয় পরিবারের সম্মতিতে শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে দেওয়া হয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা