

সাইফুল ইসলাম।।
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা।
জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে বৃক্ষ মেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাইমুম সরওয়ার কমল এমপি।
এ সময় বক্তব্য রাখেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষ সিরাজুল মোস্তফা, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সরকার, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সরওয়ার আলম, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
এরআগে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষ মেলায় গিয়ে শেষ হয়।