চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, একদিনেই শনাক্ত ৯৯ জন

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ইসহাক মজুমদার, চট্টগ্রামঃ

চট্টগ্রামে একদিনে আরও ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুনদের নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪৫ জন সরকারি হাসপাতালগুলোতে এবং ৫৪ জন বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে।

সবমিলিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫৩ জন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬০ জন।