

ডেস্ক নিউজঃ
স্কুল-কলেজের সময়ে ক্লাশ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার অভিযোগ নগরীর কয়েকটি স্কুল কলেজের ২৬ ছাত্রছাত্রীকে আটক করে থানায় নেয়া হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় এ অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
পরে আটক ছাত্রছাত্রীদের অভিভাকেদের থানায় ডেকে নিয়ে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয় তাদের।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পাঠক ডট নিউজকে বলেন, সিআরবি এলাকায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা আড্ডা দেয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৬জনকে আটক করা হয়। পরে আটককৃতদের অভিভাবকদের ডেকে থানায় এনে তাদের বুঝিয়ে দেয়া হয়।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের সর্তক করে দেয়া হয় স্কুল কলেজের সময় যেন ক্লাশ ফাঁকি দিয়ে আড্ডা না দেয়।