

নিজস্ব প্রতিবেদকঃ
২৭/০৯/১৯ ইং তারিখে কোতোয়ালী থানা প্রাঙ্গনে পূজা প্রস্তুতি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব এস এম মেহেদী হাসান,বিপিএম (বার), পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি,চট্টগ্রাম ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।সভায় আরো উপস্থিত’ ছিলেন জনাব হাসান মাহমুদ হাসনি, প্যানেল মেয়র,চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর দেওয়ানবাজার ওয়ার্ড, জনাব আঞ্জুমান আরা বেগম, ১৬,২০,৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর,
জনাব মোঃ গিয়াস উদ্দিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর, জনাব মোহাম্মদ ইসমাইল বালি, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর, জনাব আলহাজ্ব নুরুল হক, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর,জনাব সলিম উল্লাহ বা”চু, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর,জনাব শৈবাল দাশসুমন, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর, জনাব আঃ মালেক, সাবেক কাউন্সিলর,এনায়েত বাজার ওয়ার্ড, জনাব লিটন কুমার শীল, সভাপতি কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদ এবং জনাব প্রকৌশলী সৈকত দাশ, সাধারণ সম্পাদক, কোতোয়ালীথানা পূজা উদযাপন পরিষদ জনাব এস এম সিরাজ, সভাপতি, কমিউনিটি পুলিশিং,বাগমনিরাম ওয়ার্ড, জনাব জনাব আবু মনসুর, মতোয়াল্লী, জেআই মাদ্রাসা,ব্যাটারী গলি, জনাব সৈয়দ আবদুল হান্নান বাবু, লালদিঘী পুরাতন গীর্জাব্যবসায়ী কল্যান সমিতি, জনাব মোঃ আবদুল কাদের, বাওয়া চিলড্রেন হোম এর সদস্য সহ কোতোয়ালী থানা এলাকার ৮২টি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারী,
সদস্য এবং কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন ইমাম, খতিব সহ প্রায় ৪০০ জন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনাব মোঃ মনজুরুল আলম ভ‚ঞাঁ, এসআই (নিঃ), কোতোয়ালী
থানা, সিএমপি, চট্টগ্রাম এর সঞ্চালয়ে প্রায় ১৫ জন ব্যক্তি দূর্গাপূজা উপলক্ষেবিভিন্ন সমস্যা চিহ্নিত করে বক্তব্য দেন।
বক্তব্যে পূজা পরিদর্শনের সময় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রবেশ নিশ্চিতকরণ, মসজিদে আযানের সময় গান বাজনা বন্ধ রাখা, মন্দিরের আরতির সময় সকলে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উপভোগ করা, সাম্প্রদায়িকতা ভুলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই একত্রিত হয়ে উৎসব পালন করা ও মাদক হতে বিরত থেকে উৎসব পালন করার বিষয়ে আলোচনা হয়।