কক্সবাজারে পুকুর থেকে তোলা হল আলিঙ্গনরত দুই ভাইয়ের লাশ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

ডেস্ক নিউজঃ

কক্সবাজার সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আলিঙ্গনরত অবস্থায় পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে পিএমখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।

এলাকাবাসী জানায়, দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। পরে পুকুরে থাকা অন্যান্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইকে একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান স্থানীয়রা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার জানান, এলাকাবাসী পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ও তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।