বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জার্মান শিক্ষিকা প্রেমের টানে সিলেটে

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২৩-০১-০৭ ২৩:২৩:৪০  

প্রেমের টানে সিলেটের বিশ্বনাথে এসে কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করলেন এক জার্মান শিক্ষিকা। ‘মারিয়া’ নামে ওই তরুণী জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।

গত ২৩ ডিসেম্বর বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে প্রেমিক আব্রাহাম নাঈমের কাছে আসেন তিনি।

শুক্রবার শ্রীধরপুর গ্রামের আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন করা হয়।

জার্মান তরুণীকে একনজর দেখতে উৎসুক জনতা প্রতিদিনই আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় নাঈমের। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর উভয় পরিবার বিয়ের সিদ্ধান্ত নেন। নাঈমকে প্রথমে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি না হওয়ায় গত ২৩ ডিসেম্বর প্রেমিক নাঈমের কাছে ছুটে আসেন মারিয়া। এর পর মুসলিম ধর্মমতে দুজনের বিয়ে হয়।

আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতেন বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিগগিরই তার বাবা-মা জার্মানি থেকে বাংলাদেশে আসবেন বলে জানান।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা