পাংশায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

রাজবাড়ীর পাংশায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে। পাংশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বে গড়বে সমাজসেবায়’। সোমবার (০২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরিষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল আল বাহার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।