

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টায় তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং সাড়ে ৬টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতকি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার (ভূমি), পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।