তামিমের গানের আবেগ আপ্লুত জেলা প্রশাসক ও অরুণোদয় সভাপতি

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

তামিমের গানের আবেগ আপ্লুত জেলা প্রশাসক ও অরুণোদয় সভাপতি জনাব মুহম্মদ শাহীন ইমরান।

গত ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিশেষ চাহিদা সম্পন শিশুদের প্রতিষ্ঠান অরুণোদয় পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ।

জেলা প্রশাসক ও অরুণোদয় এর সভাপতি মুহম্মদ শাহীন ইমরানকে ফুল দিয়ে বরণ করে নেন জনাব শাহ জালাল ও স্কুলের শিক্ষকবৃন্দ এরপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অরুণোদয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

এরপর তিনি অরুণোদয় এর বিশেষ শিক্ষা শাখা, প্রাথমিক শিক্ষা শাখা ও ভোকেশনাল শাখা ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। অরুণোদয়ের সার্বিক কার্যক্রম দেখে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় যখন সেন্সরী ও অকুপেশনাল থেরাপি রুমে প্রবেশ করেন তখন শিশু সাজিদুর রহমান সাজিদ ডিসি স্যারকে জড়িয়ে ধরেন। জেলা প্রশাসক মহোদয় তার মায়া ও ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয় উক্ত অনুষ্ঠানে আমাদের প্রাথমিক শাখার শিক্ষার্থী তামিমের কন্ঠে গাওয়া গান —

মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে

মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে

বলো, কী তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি?
বলো, কী তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি?
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্যে

গানটি শোনার পর জেলা প্রশাসক মহোদয় আবেগ আপ্লুত হয়ে টলমল অশ্রু গড়ি পড়ে। জেলা প্রশাসক মহোদয় আরও গান শুনার ইচ্ছা পোষণ করেন তামিমও মনের মাধুরি মিশিয়ে গান শুনিয়ে দিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরুণোদয় এর পরিচালক, অরুণোদয় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ প্রমুখ।

প্রসঙ্গত, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান কক্সবাজারে দ্বায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম সবাব আগে অরুণোদয় পরিদর্শন করেন।