পাংশায় বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা কর্মকর্তার কার্যালয় পাংশার আয়োজনে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজ উন্নয়নে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা প্রদাণ করা হয়।