

ইউসুফ বিন হোছাইনঃ
কক্সবাজারের চকরিয়ায় জমজম হাসপাতাল থেকে হুমায়ন কবির সিদ্দিকী (৪০) নামে ভূঁয়া এমবিবিএস ডিগ্রীধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছেন।
আজ বুধবার ( ১৬ নভেন্বর ২২) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান তাকে সাজা দেন।
আটককৃত হুমায়ুন কবির মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদরের টরকী ইসলাম পুর এলাকার বাসিন্দা মোহাম্মদ দিদারুল আলমের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বলেন, আটক ব্যক্তি ভূঁয়া এমবিবিএস ডিগ্রী নিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছে।
এতে প্রতারিত হয়ে আসছে সাধারণ মানুষ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকার অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। অনাদায়ে আরো ১৫ দিনের বিশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে।