বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সাবেক ছাত্রদল নেতা রাজু ইয়াবা সহ আটক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-১০-২৬ ১৬:৪৮:৫৪  

নিজস্ব প্রতিবেদক:

তেত্রিশ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি  এরশাদুল হক রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগ, মাছের ঘেরের আড়ালে রোহিঙ্গারদের দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে মাদকের ব্যবসা করতেন রাজু। কক্সবাজার ও টেকনাফ এলাকায় মাদকের গডফাদার তিনি।

এরআগে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজাধানীর উত্তরা থেকে এরশাদুল হক রাজুকে গ্রেপ্তার করা হয়।

রাজুুকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছে, পাইকারি দরে ইয়াবা কিনতে নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার ইয়াবা চালান সংগ্রহ করতেন।

 

এর আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন। তিনি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন এবং বর্তমানে কক্সবাজার ক্রিকেটার্স ফোরামের সভাপতি হিসেবে আছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা