বাংলাদেশ, , মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার, যুবক গ্রেফতার

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-১০-২১ ১০:৫২:২০  

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করার দায়ে শিহাব উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ।

তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ীতে। শিহাব ওই বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাতে তাকে আটকের বিষয়টি বাংলাদেশনি পেপার’কে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ।

তিনি জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে মো. শিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরন করা হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা