

আনিস নাঈমুল হক।।
রামুতে নানা আনুষ্টানিকতায় কল্পজাহাজ ভাসা উৎসব পালিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে রামুর চেরাঘাটাস্থ বাকঁখালী নদীতে এসব কল্পজাহাজ ভাসানো হয়।
বাঁশ, বেত, কাঠ রঙিন কাগজ দিয়ে শৈল্পিক কারুকার্যে তৈরি বৌদ্ধমন্দিরের আবেশে ফুটিয়ে তোলা হয় ৯টি কল্পজাহাজ। নৌকাকে বাশেঁর সাথে রশি দিয়ে বেধে ভেলা বানিয়ে বাঁকখালী নদীতে ভাসানো হয় এসব কল্পজাহাজ।
রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎযাপন পরিষদের সভাপতি অর্পণ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিৎময় বড়ুয়ার সঞ্চালনায় জাতীয় সংগিত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়।
উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আজকে রামুর কল্পজাহাজ ভাসা উৎসবে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু এমন স্বপ্ন দেখেছিলেন। যে দেশে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সকলে মিলে একসাথে বসবাস করবে। সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আজ বাস্তবায়ন করেছে।
এই উৎসবে এসে সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখে সম্প্রীতির প্রমাণ পেয়েছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
এমপি কমল বলেন, কল্পজাহাজ ভাসা উৎসব রামুর পুরনো ঐতিহ্য এবং সকল ধর্মের মানুষের মিলবন্ধন। প্রত্যেক ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। মানবতার মহান নবী হযরত মোহাম্মদ ( সা:) বলেছেন কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না দিতে বারণ করেছেন আমাদের সবধর্মের মানুষদের সাথে মিলেমিশে থাকতে হবে, তাহলে সমাজ, জাতি সুন্দর হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন, ঢাকার সাংবাদিক নাজনীন মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, সাবেক মেয়র মাহবুবর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকা মেরুল বাড্ডার উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয় ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রামু সীমা বিহারের অধ্যক্ষ শীল প্রিয় থের, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, তপন মল্লিক, ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীর টিম, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।
নদীর দুপাড়ে উৎসব মূখর জনতা কল্পজাহাজ ভাসা দেখার জন্য দুপাড়ে ভীড় জমায় ও বিভিন্ন ধর্মীয় মানুষ অনুষ্টান উপভোগ করেন।
সন্ধ্যা ঘনিয়ে আসলে কল্পজাহাজ ভাসা শেষে বৌদ্ধধর্মীয় নেতারা মিলে সাআ…দু, সাআ…দু ধ্বনিতে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়িয়ে দেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্র্যান্ড শোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।