

আনিস নাঈমুল হক-
রামুতে চালককে হত্যা করে টমটম ছিনিয়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ ।
শনিবার (১ অক্টোবর) রাত নয়টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ার গোলাম মওলার ছেলে রবিউল হাসান মাহিন (২০) ও মৃত দেলোয়ার হোসেনের পুত্র মো: জুনায়েদ হাসান (২২)।
চালক ফয়সাল উদ্দিন জানায়, লিংকরোড থেকে মূর্তি আনবে বলে ভাড়া করে ছয় যুবক। কক্সবাজার বাজারঘাটা এলাকা থেকে লিংকরোড আসলে সিদ্ধান্ত বদলে মদ খাবে বলে পানের ছড়া এলাকায় নিয়ে আসা হয়। এরপর নির্জন স্থানে আমাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। দুইজন প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ৪জন গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা যদি এগিয়ে না আসত আমাকে মেরে পেলত তারা।
আটককৃত একজন জানায়, তাদের সাথে এহসান, জুনায়েদ, ও লাদেন সহ আরেকজন জড়িত ছিল।
মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুবিনুল হক বলেন, দুই যুবক টমটম চালককে রাস্তার পাশে নিয়ে গিয়ে মেরে পেলার চেষ্টা করে। এটি দেখতে পেয়ে স্থানীয় আবুল হোসেন ও মিজান সহ কয়েকজন ব্যক্তি দৌড়ে গিয়ে চালককে উদ্ধার করে হত্যাচেষ্টা কারী দুইজনকে রামু থানা পুলিশের কাছে সৌর্পদ করেছে।
রামু থানার এএসআই আশরাফুল আলম বলেন, এলাকাবাসিদের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করি। ছিনতাইকৃত টমটমটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।