৫ যুবতির যৌনপল্লি ফয়েস লেকের ‘আপন নিবাস’

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

আব্দুল্লাহ সাদি, চট্টগ্রামঃ

আবাসিক হোটেলের আড়ালে যৌনপল্লি গড়ে তুলেছে নগরের ফয়’স লেকের ‘আপন নিবাস’। খুলশি থানার এ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। এসময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ যুবতিসহ ১৩ জনকে আটক করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুব্বাত আলী নামের এক ব্যক্তি এই হোটেলের মালিক।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জহিরুল ইসলাম জহির বাংলাদেশ পেপার’কে বলেন, অসামাজিক কাজের অভিযোগে ফয়’স লেকের হোটেল আপন নিবাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ যুবতি, এক হোটেল কর্মচারীসহ ১৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।