বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক দূর্ঘটনা, দুই শিশুর মৃ’ত্যু

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৯-১১ ১৯:১৮:৫৭  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই ট্রাক উল্টে দুই রোহিঙ্গা শিশুর মৃ্ত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জামতলী ক্যাম্প-১৫এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

নিহতরা হলো, ক্যাম্প-১৫ এর জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) এবং জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।

এপিবিএন এর এ কর্মকর্তা জানান, রবিবার সকাল ১১টায় ইট বোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১২-০৭১৫) ইট নিয়ে ক্যাম্পের ভেতরে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি উল্টে গেলে ক্যাম্পের দুই পথচারী রোহিঙ্গা শিশু ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ৮ এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা