

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
শনিবার (১০ সেপ্টম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী দুইবার জেলা পরিষদ চেয়ারম্যান এবং একবার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ১৭ এপ্রিল শেষ মেয়াদ শেষে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। আগামী ১৭ অক্টোবর কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক পৌরসভার মেয়র নুরুল আবছার।