বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেনেরিফ উপকূলে বিরল প্রজাতির প্রাণী

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৯-২০ ০৪:১৪:০৮  

ডেস্ক নিউজঃ

স্পেনের টেনেরিফ উপকূলে অজানা এক প্রজাতির প্রাণহীন দেহ পাওয়া গেছে। এর নাম জিফিও ডি ট্রু।

মঙ্গলবার টেনেরিফের উত্তর উপকূলের জলে দেখা মিলে এই বিরল প্রজাতির প্রাণীর। উৎসুক জনতা দেখতে ভিড় জমান।

জিফিও ডি ট্রু প্রাণীটি মানুষের কাছে অত্যন্ত অধরা এক প্রাণী যা সচরাচর দেখা যায় না।

প্রায় পাঁচ মিটার হয়, ওজনের দিক থেকে স্ত্রী ডি ট্রু এক হাজার চারশ’ কিলোগ্রাম এবং পুরুষরা এক হাজার কিলোগ্রাম ওজনের হয়ে থাকে।

এর আগে ২০১৭ সালে এরকম আরেকটি প্রাণীর দেখা মিলেছিল টেনেরিফ উপকূলে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা