উখিয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ডেস্ক নিউজঃ

কক্সবাজারের উখিয়ায় মাজহারুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ার দ্বীপ সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম গণমাধ্যমকে জানান, তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

নিহতের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্যানুযায়ী, তার নাম মাজহারুল ইসলাম। বাড়ি পীরগঞ্জ কলোনির হাট।

এ ছাড়া তার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কিছু কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাজহারুল ব্র্যাকের কর্মী।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।