

কক্সবাজারের মহেশখালীতে দুই গ্রামে একইদিনে বউয়ের জ্বালা সইতে না পেরে বিষপান করেছেন দুই ব্যক্তি। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষপান করা দু’ব্যক্তি হলেন কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া এলাকার কবির আহমেদের ছেলে ফরিদ আলম ও হোয়ানক ইউনিয়নের ফারুক আহমেদের ছেলে আব্দুল মালেক।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা দু’জনের পরিবারেই বউয়ের সঙ্গে কলহ চলছিল। এর জের ধরে দু’জন বিষপান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘বিষপানের পর মুমূর্ষু অবস্থায় দু’জনকে আলাদাভাবে হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালে ভর্তি করিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের একজনের পাকস্থলী ওয়াশ করার পর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এসেছে। অন্যজনের অবস্থা কিছুটা সংকটাপন্ন।’
বিষপান করা ফরিদ আলম ভাগিনা মোহাম্মদ কায়সার বলেন, ‘আমার মামা তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর নতুন বিয়ে করেছেন। এরমধ্যে পরিবারের কলহের জের ধরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুর হক বলেন, দু’জন বিষপানের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দোওয়া হচ্ছে।’