

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজার শহর ছাত্রলীগ নতুন কমিটি পেলো। এতে হাসান তারেক কে সভাপতি ও মনিরুল হক কে সাধারণ সম্পাদক করা হয়। রবিবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নব কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদার্ত্তীণ হওয়ায় পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এবিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আদনান বলেন, ২০১২ সর্বশেষ পৌর ছাত্রলীগের কমিটি গঠিত হয়। এরপর আর কোন কমিটি হয়নি। এই কারণে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই আমরা নতুন কমিটির অনুমোদন দিয়েছি।