বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার কক্সবাজার আসছেন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৭-১২ ১৯:৪৪:৩৯  

ফারুক , কক্সবাজারঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ৪ দিনের সফরে বুধবার ১৩ জুলাই কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার দুপুর ১২ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে ডিজিটাল সেন্টার পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার ১৫ জুলাই সকালে “কানেক্টটেড বাংলাদেশ প্রকল্প” এর আওতায় কক্সবাজারে চলমান কার্যক্রম পরিদর্শন ও প্রকল্প পরিচালকের সাথে মতবিনিময় করবেন। একইদিন সকাল ১০ টায় উখিয়ার রত্নাপালং-এ এটুআই এবং FAO কর্তৃক “ডিজিটাল তুলাতলী ভিলেজ কাম এগ্রিগেশন সেন্টার” পরিদর্শন ও প্রকল্প পরিচালকের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২ টায় কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে “ইনফো সরকার-৩ প্রকল্প” এর চলমান কার্যক্রম পরিদর্শন ও প্রকল্প পরিচালকের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১৬ জুলাই শনিবার সকাল ১১ টায় “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়) প্রকল্প” এর আওতায় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে “আইটি/হাইটেক পার্ক” এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে “আইটি/হাইটেক পার্ক” এর ভিত্তি প্রস্তর পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি যোগ দেবেন। একই অনুষ্ঠানে তিনি আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় ২৮ জনের মাঝে ল্যাপটপ বিতরণ করবেন।

একইদিন বিকেল ৫ টা ২০ মিনিটে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৪ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা