

বগুড়ার শেরপুরের ধরমোকাম নামাপাড়া ও গোপালপুর এলাকায় করোতোয়া নদীতে ভাসমান অবস্থায় শনিবার সকাল ৯ টার দিকে দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- সামান তাহমিদ (১৮) ও সাব্বির আহম্মেদ শিশির (১৮)।
স্থানীয়রা জানান, শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাম্মাম ও তার আরেক বন্ধু সাব্বির শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিল।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বাংলাদেশ পেপার’কে জানান, নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।