

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ১০ টার দিকে তারা ৯ বন্ধু গোসল নামে। ১১ টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি উঠে আসেনি। সে জানায়, মাহি কক্সবাজার সিটি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র।
উল্লেখ্য সম্প্রতি কউক এর পক্ষ থেকে গোলদীঘি ও বাজারঘাটা পুকুরে গোসল করা নিষিদ্ধ করেছিল। এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় উঠে কউকের বিরুদ্ধে।