বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রেমের টানে এসে গাজীপুরের জামাই বিদেশি যুবক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৬-০৪ ২১:১৫:৩৪  

গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশ পেপার:

প্রেমের টানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গাজীপুরে এসেছেন আমেরিকান যুবক রাইয়ান কফম্যান। ২৯ মে তিনি বাংলাদেশে আসেন।

এরপর পরিবারের সম্মতিতে গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের (২৬) সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।রাইয়ান যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক।সাইদা ইসলামে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মৃত সিকন্দার আলীর মেয়ে।সাইদা ইসলামের নানা মোশারফ হোসেন মাস্টার জানান, সাইদা ইসলামের বাবা ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা সিকন্দার আলী।

তিনি ২০১৯ সালে মারা যান। বাবার মৃত্যুর পর সাইদা ইসলাম তার মা ও তার ছোট বোনকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় আমার বাসায় চলে আসেন।

এখন এখানেই তারা বসবাস করছেন। বাবা মারা যাওয়ার এক বছর পর ২০২০ সালে মানবিকে স্নাতক করেন সাইদা ইসলাম।

সাইদা ইসলাম বলেন, ২০২১ সালে এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় রাইয়ান কফম্যানের সঙ্গে। পরে নিজেদের ফোন নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ও এড্রেস বিনিময় করি। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো আমাদের। ফেসবুক ও ফোন নম্বরে এবং ভিডিও কলে কথা বলতে বলতে এক সময় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ফেসবুকে প্রেম করে দু’জনে সিদ্ধান্ত নেই বিয়ে করার। পরে রাইয়ান বিয়ে করার জন্য তার দেশে খ্রিস্টধর্ম ত্যাগ করে নিয়ম মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও আমার পরিবারের সম্মতিতে ২৯ মে আমেরিকা থেকে গাজীপুর পৌঁছান তিনি।

তিনি আরও বলেন, এয়ারপোর্ট থেকে রাইয়ান আমার সঙ্গে নানা বাড়িতে আসেন। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। বর্তমানে আমরা নানা-বাড়িতেই আছি।

আমেরিকা থেকে সুদর্শন ও ৬ ফুট উচ্চতার এ যুবক গাজীপুর এসে তরুণীকে বিয়ের খবরে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

 

 

 

সাইদা ইসলামে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মৃত সিকন্দার আলীর মেয়ে।

সাইদা ইসলামের নানা মোশারফ হোসেন মাস্টার জানান, সাইদা ইসলামের বাবা ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা সিকন্দার আলী।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা