কসউবি-১৪ ব্যাচ এর ইফতার সম্পন্ন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

আজ (৩০শে এপ্রিল) কক্সবাজার উইনডি টেরেস হোটেলে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০১৪ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যাচের শিক্ষার্থীরা।

ইতিমধ্যে অনেকে পড়াশোনার পাঠ শেষ করে ডাক্তার,ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত হয়ে দেশসেবায় নিজেদের সপে দিয়েছেন।

 

আবার কেউ কেউ আছেন দেশ সহ বিদেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত। কিন্ত বন্ধুত্বের টান আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবে আজ সবাই ইফতার এর এই আয়োজনে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত করেন ব্যাচের শিক্ষার্থী ইরফান উল্লাহ।

ইফতার পরবর্তী স্মৃতিচারণ করতে গিয়ে ব্যাচ-১৪ এর শিক্ষার্থীরা বলেন, আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের মাঝে একে অপরের প্রতি বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে। আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী আজ সফল ভাবে সারাদেশে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর নাম গৌরবান্বিত করছে।

 

এই সময়, ভবিষ্যতে যেন এই সফলতার ধারা চলমান থাকে এর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন উপস্থিত কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ব্যাচ-১৪ এর এই শিক্ষার্থীরা।