বাংলাদেশ, , শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

কক্সবাজার সদর থানা ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যার চেষ্টা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৪-১৬ ২১:৪৬:২৮  

বাংলাদেশ পেপার ডেস্কঃ

কক্সবাজারে থানা ভবন থেকে লাফ দিয়ে ওসাইমিম নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহ্ত্যার চেষ্টা করেছে। এসময় নিজের শরীরে ব্লেড দিয়েও আঘাতের চেষ্টা করে ওই ছাত্র।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ওসাইমিম উখিয়ার পালংখালী ইউনিয়নের শাহজাহানের ছেলে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। তারা বর্তমানে শহরের পাহাড়তলী কচ্ছপিয়াপুকুর এলাকায় থাকেন।

কক্সবাজার সদর মডেল ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়। এরপর সেখানে নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে সে।

পরে ওসি মুনিরুল গিয়াস তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করে। ততক্ষণে নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে প্রতিরক্ষা বলয় তৈরি করে। একপর্যায়ে ওসি মুনিরুল গিয়াস ওই কিশোরকে বুঝিয়ে নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সদর হাসপাতালে ভর্তি আছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা