বাংলাদেশ, , শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

মানবিক কাজে এগিয়ে কক্সবাজার ছাত্রলীগের জামি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৪-১২ ১৫:৩১:০৪  

ফরিদ, বাংলাদেশ পেপারঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মারুফ আদনানের দিকনির্দেশনায় হতদরিদ্র মানুষের মাঝে সাহরি বিতরণ করেন কক্সবাজার ছাত্রলীগের আবিদুর হাসনাত জামি।

 

তিনি এই সময় বলেন,

মহান আল্লাহর কাছে তাঁর ইবাদত এর পর, সবচেয়ে পছন্দনীয় ইবাদাত হলো মানুষের উপকার করা। প্রচারের উদ্দেশ্যটা সম্পূর্ণ অন্যকে ভাল কাজে উৎসাহিত করার জন্যই।

আর বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক কর্মীদের, রাজনীতির মূল দর্শনই হলো মানবতার পাশে থাকা। তাই, সমাজের অনেকেই যখন অভুক্ত মানুষের কথা না ভেবে নিজেরাই শুধু উদরপূর্তি করে, সেখানে মহান সংগঠন ছাত্রলীগের কর্মীরা দিনরাত মানুষের কল্যাণে নিজের সর্ব্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে।এরই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র চেষ্টা ।

তিনি আরো বলেন, মাঝরাতে প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশনায় সাহরি বিতরণের মাধ্যমে, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই তৃপ্তি।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা