নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
আবুল কালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
ঘাতকদের শনাক্ত করতে মাঠে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক টিম কাজ করছে বলে দাবি করেন পরিদর্শক আনোয়ার হোসেন।
কক্সবাজার শহরের স্থানীয়দের দাবী, পর্যটন শহর হওয়ায় বিভিন্ন বার্মিজ মার্কেটে চাকচিক্য পূর্ন বিবিধ পণ্যের পাশাপাশি সহজে পাওয়া যায় চাইনিজ ছুরি ও নানা ধরনের চাইনিজ হাতিয়ার। যা দিয়ে কিশোর গ্যাং এর সদস্যরা খুন সহ নানা ধরনের অপরাধ সংঘটিত করে থাকে।
এই ব্যাপারে সরজমিনে বার্মিজ মার্কেট ঘুরে দেখা যায়, দুই শত টাকা থেকে শুরু করে হাজার টাকায় সহজে বিক্রি হয় এই সব চাইনিজ ছুরা ও নানা ধরনের হাতিয়ার।
এই সব হাতিয়ার বিক্রিতে কোন ধরনের বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকায়, উঠতি তরুণদের বা কিশোর গ্যাং এর সদস্যদের কাছে খুবই জনপ্রিয় নানা বাহারী ডিজাইনের ছুরি গুলো।
প্রসঙ্গত, এদিকে আবুল কালাম হত্যার ঘটনার পর রাত পৌনে ১২ টার দিকে পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।